কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপির সাবেক মেম্বার কুতুবপুর গ্রামের আব্দুল হামিদ বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃতকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল হামিদ বিশ্বাস নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণাগ্রীহি রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর কুতুবপুর গ্রাম কবরস্থানে বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিদের উপস্থিতে আব্দুল হামিদের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। আব্দুল হামিদ বিশ্বাস কুতুবপুর গ্রামের মাঝপাড়ার মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। উল্লেখ্য আব্দুল হামিদ বিশ্বাস ১৯৭৬ সালে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত হাজি আকবার আলী বিশ্বাসের চাচাতো ভাই।