দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা ভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য ও সিরাজুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সমন্বয়কারী আনিছুর রহমান, কামরুজ্জামান যুদ্ধ, সাংবাদিক হানিফ ম-ল, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক হাসমত আলী প্রমুখ। দিনভর সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। বিকেলে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।