দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় আবেগঘন পরিবেশে ‘হৃদয়ে তোমার ঋণ, বয়ে যাবো চিরদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত হাজি মো. লিয়াকত আলী শাহ’র স্মৃতিচারণমূলক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ওই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপাধ্যক্ষ জিন্নাত আলী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, প্রয়াত হাজি লিয়াকত আলী শাহ’র মামা কাওছার আলী শাহ, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি বদর উদ্দীন, কলেজ গভর্নিং বডির সদস্য হাজি শহিদুল ইসলাম, আশরাফুল আলম, ইসমাইল হোসেন, ইমতিয়াজ হোসেন, আব্দুল জব্বার, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবী, সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সহকারী সুপার জয়নাল আবেদীন, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাম্পান শাহ, মফিজুর রহমান মাস্টার, আবুল হাশেম মেম্বার, ইউসুফ আলী খান ইছা মেম্বার, শরীফুল আলম, আবু বকর, নজরুল ইসলাম, প্রয়াত লিয়াকত আলী শাহ’র ছোট ভাই জসিম উদ্দীন বকুল, ভাতিজা এসএম জাহিদ হাসান জনি, বড় ছেলে ওয়াজেদুল হাসান টুটুল শাহ, সায়মান শাহ, ছোট ছেলে রাতুল শাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, প্রয়াত হাজি লিয়াকত আলী শাহ ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি নিজের পরিবারের কথা ভাবতেন না। ভাবতেন এলাকার মানুষের কথা। কলেজের কোনো কাজ কিংবা যে কোনো ধরণের সমস্যায় সাথে সাথে ছুটে আসতেন। কলেজে অনার্স কোর্স চালু করা থেকে শুরু করে সমস্ত কাজেই তার আলাদা একটা তাগিদ ছিলো। তিনি আরও বলেন, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিলো। প্রয়াত হাজি লিয়াকত আলী শাহ’র মতো শিক্ষানুরাগী একজন ব্যক্তিত্বকে হারিয়ে আমরা সত্যিই মর্মাহত। এই কলেজ যতদিন টিকে থাকবে ততদিন প্রতিটি মানুষের মনের মনিকোঠায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মিল্টন কুমার সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রভাষক শরিফুল ইসলাম মিঠু ও ক্রীড়া শিক্ষক বশীর আহমেদ।