চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর স্বজনের ব্যাগ থেকে টাকা চুরি সময় হাতেনাতে নারী আটক

Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর স্বজনের ব্যাগ থেকে টাকা চুরি সময় হাতেনাতে ধরা পড়েছে স্টেশনপাড়ার রোকসানা খাতুন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডা. মাহবুবুর রহমান মিলনের চেম্বারের সামনে থেকে রোকসানাকে আটক করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়। রোকসানা খাতুন (১৮) চুয়াডাঙ্গা স্টেশনপাড়ার ফিরোজ মোল্লার স্ত্রী।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা সোনাপুর গ্রামের টিটু মিয়ার স্ত্রী লিপা খাতুন তার শিশু সন্তানকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন ডাক্তার দেখাতে। টিকিট কেটে দুপুর ১২টার দিকে ডা. মিলনের চেম্বারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় লিপার ভ্যানেটি ব্যাগ থেকে কৌশলে টাকা বের করা চেষ্টা করেন রোকসানা খাতুন। টের পেয়ে হাতেনাতে ধরা হয় রোকসানাকে। পরে নেয়া হয় আরএমও ডা. শামীম কবিরের রুমে। সেখানে জিজ্ঞাসাবাদে প্রথমে রোকসানা চুরির কথা অস্বীকার করেন। পরে সিসি ক্যামেরায় চুরি দৃশ্য দেখে চুরির কথা স্বীকার করেন রোকসানা। পরে থানা পুলিশ ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়।