স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে আজ সোমবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ জেতায় নির্ভার স্বাগতিকরা। অন্যদিকে, হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। আগের দুই টি-টোয়েন্টি ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত পাকিস্তানের। তাই অনেকটা নির্ভার থেকেই তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে, পাকিস্তান যতটা না আত্মবিশ্বাসে ভরপুর, ততটাই ব্যাকফুটে বাংলাদেশ। দুই ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশের আশঙ্কায় মাহমুদউল্লাহর দল। তাই শেষ ম্যাচে অন্তত জয় দিয়ে দেশে ফিরতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এ ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন পেসার মোস্তাফিজুর রহমান। অভিষেক হতে পারে হাসান মাহমুদের। আর ব্যাটিংয়ে সুযোগ মিলতে পারে শান্তর। সিরিজ জিতলেও, শেষ ম্যাচে টাইগাররা জয় পেলে টি-টোয়েন্টি র্যাঙ্কিং-এর শীর্ষস্থান হারাবে পাকিস্তান।
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ
