দামুড়হুদার সুলতানপুরে নির্মাণাধীন ঘরের ছাদে রড তুলতে গিয়ে বিপত্তি
দর্শনা অফিস: দামুড়হুদার সুলতানপুরে নির্মাণাধীন ছাদে রড তুলতে গিয়ে ঘটেছে বিপত্তি। বিদ্যুতস্পৃষ্টে যুবক মজনুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্রামে নেমেছে শোকের ছায়া। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর দক্ষিণপাড়ার হক মোহাম্মদ বাড়িতে বিল্ডিং নির্মাণ করছেন। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে ছেলে মজনুকে নিয়ে রড তুলছিলেন। নিচ থেকে রড দিচ্ছেন হক মোহাম্মদ, ছাদ থেকে রড নিচ্ছিলেন মজনু। এ সময় ছাদের ওপর দিয়ে টানানো পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজ ক্ষমতাসম্পন্ন মেইন তারে অসাবধনতাবসত রড লেগে যায়। এ সময় বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান মজনু (২৬)। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সাথে ছিলেন, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমান। মজনুর মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকালই মাগরিব বাদ জানাজা শেষ স্থানীয় গোরস্তানে বেদনাবিধূর পরিবেশে দাফন সম্পন্ন হয়েছে মজনুর।