দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় একযোগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৬টি সড়ক সংস্কারসহ ২ হাজার ৪২ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণেুর যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদশকে একটি কৃষি সম্মৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা এদেশকে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, দামুড়হুদা উপজেলা শহরটি পৌরসভা না হলেও মাস্টার প্লানের মাধ্যমে দামুড়হুদাকে পৌরসভার ন্যায় সাজানো হবে। ইতোমধ্যেই সোলার লাইট বসিয়ে শহর আলোকিত করা হয়েছে। এছাড়া অধিকাংশ সড়কই পিচকরণ করা হয়েছে। যে টুকু বাকি ছিলো এবার সেগুলোর কাজ শুরু করা হলো। এলজিইডির বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দামুড়হুদা দশমীপাড়া আনোয়ারের বাড়ি থেকে শহিদুল ইসলামের বাড়ি পর্যন্ত, হেলাল মাস্টারের বাড়ির রাস্তা, আজমল হোসেনের বাড়ি থেকে আমিনুল হোসেনের বাড়ি পর্যন্ত, মল্লিক হোসেনের বাড়ি থেকে পুকুর পর্যন্ত, শামসুল ইসলামের বাড়ি থেকে শাহীন উদ্দীনের বাড়ি পর্যন্ত, রবিউল হোসেনের বাড়ি থেকে রাখি স্টোর পর্যন্ত, দামুড়হুদা বেগোপাড়া ব্র্যাক মোড় হতে গুলশানপাড়া হয়ে স্টেডিয়ামপাড়া রাস্তা ও ২ হাজার ৪২ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, আবুল হাশেম মেম্বার, মুনছুর আলী মেম্বার, এসএম ফয়সাল, আশাদুল ইসলাম, মোজাফ্ফর মেম্বার, মইনুল ইসলাম মিঠু, হায়দার আলী, ইউসুফ আলী খান ইছা মেম্বার, শামসুল ইসলাম, কলম উদ্দীন, আবুল কালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা প্রজন্মলীগের সভাপতি হাসান আল বাখার ডলার প্রমুখ।