মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোমিনপুর যুব সংঘের আয়োজনে ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। মোমিনপুর যুব সংঘকে ২-১ সেটে হারিয়ে জামজামি যুবসংঘ চ্যাম্পিয়ন হয়েছে। অনুষ্ঠিতব্য খেলায় হাড়োকান্দি, ঘোলদাড়ি, বোয়ালমারী কুয়াশা, কানাইডাঙ্গা, বিষ্ণুপুর, দামুড়হুদা, জামজামি ও মোমিনপুর যুবসংঘ অংশগ্রহণ করে। উক্ত খেলায় জামজামি যুব সংঘ মোমিনপুর যুব সংঘ কে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান। মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান। ক্রীড়া শিক্ষক ইকতিয়ার আলী, ক্রীড়া ব্যক্তিত্ব টিপু সুলতান, মিজানুর রহমান, আসাদুজ্জামান সবুজ। খেলা পরিচালনা করেন আতিকুর রহমান দিপু।