মাদক সন্ত্রাস ও বাল্যবিয়ে বন্ধে সহযোগিতার আহ্বান
মুন্সিগঞ্জ প্রতিনিধি: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা নিন, মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ সেøাগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার মোমিনপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নীলমণিগঞ্জ শহীদ রবিউল ইসলাম মিলনায়তন প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনসাধারণের সমস্যার কথা শুনেন ও সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সদর থানার এসআই একরামুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর, হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আসির উদ্দিন, মোস্তাফিজুর রহমান মাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ হবে জনতার, মানুষের মাঝে থেকে পুলিশ ভীতি দূর করতে হবে, থানায় এসে নির্ভয় পুলিশকে সমস্যার কথা বলতে হবে, পুলিশকে জবাবদিহিতার মধ্যনিয়ে আসতে হবে। এলাকা থেকে মাদক, বাল্যবিয়ে ও সন্ত্রাসী কর্মকা- বন্ধে পুলিশকে সহায়তা করতে হবে। এছাড়া এলাকার জনসাধারণ তাদের সমস্যার কথা তুলে ধরেন। মাসব্যাপী পুলিশের সেবা যথাযথ ছিলো কিনা সে বিষয়ে এলাকার জনসাধারণের বক্তব্য শোনা হয়। এসময় প্রধান অথিতি চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনুপ কুমার দাস এলাকাবাসীর সমস্যার কথা শোনেন ও সমস্যা চিহ্নিত করে সকল সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাহবুবুর রহমান।