মেহেরপুরের বিভিন্ন কেন্দ্রের সচিবদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

মেহেরপুর অফিস: সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে ২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা সম্পন্ন করার জন্য জেলার বিভিন্ন কেন্দ্রের সচিবদের সাথে মতবিনিময় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবগণ উপস্থিত ছিলেন।