জীবননগর রায়পুরে লোকমোর্চার ওরিয়েন্টেশন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রায়পুরে সামাজিক প্ুঁজি গঠনের মাধ্যমে সরকারি সেবাসমূহ জনবান্ধনকরণ প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন লোকমোর্চার নেতৃবৃন্দের দায়িত্ব-কর্তব্য ও নেতৃত্ব বিকাশ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউ-েশন ও লোকমোর্চা যৌথভাবে গতকাল বুধবার এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। ওরিয়েন্টেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, লোকমোর্চা একটি স্বেচ্ছাসেবী ফোরাম বলে জেনেছি। এর কর্মকান্ড চোখে পড়ার মতো। নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, শিক্ষা, প্রবীণদের উন্নয়ন, স্বাস্থ্য ও কৃষি নিয়ে কাজ করে থাকে। লোকমোর্চার উদ্যোগের ফলে সরকারি বিভিন্ন দফতরের সেবাপ্রাপ্তিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে বলে আমার মনে হয়।
রায়পুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা লোকমোর্চার সভাপতি উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল। বক্তব্য রাখেন ওয়েভ ফাউ-েশনের উপ-পরিচালক আব্দুস শুকুর, জেলা লোকমোর্চার নির্বাহী সদস্য পিপি অ্যাড. বেলাল হোসেন, উপাধ্যক্ষ জসিম উদ্দিন জালাল, আব্দুল মান্নান পিল্টু, সালাউদ্দীন কাজল, আজিজুল হক, ওসমান গনি, সেলিম রেজা, দাউদ হোসেন, সাজ্জাদ বিশ^াস ও ফোকাল পারসন কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ।