বর্তমান সরকার আমলে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে : ছেলুন জোয়ার্দ্দার এমপি

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত হওয়ায় সংবর্ধনা, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তেতুল শেখ কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, বর্তমান সরকারের আমলে যতো শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ হয়েছে আর কোনো সরকারের আমলে এতো ভবন নির্মাণ হয়নি। ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত করে এই সমাজ দেশটাকে নতুন করে সাজাবে এটাই আমার আশা প্রত্যাশা। কলেজের ফলাফলে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শিক্ষার বিকল্প আর কিছুই হতে পারে না।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তানের দিকে নজর রাখতে হবে তাদেরকে একটু সময় দিতে হবে, বিপদগামী হওয়ার আগেই সতর্ক থাকতে হবে। তিনি তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানটি সুন্দর করে গড়ে তোলায় এবং লেখাপড়ার সুন্দর পরিবেশ, ফলাফল ভালো থাকায় প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ হাজি আব্দুল্লা শেখকে ভূয়সী প্রশংসা করেন। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাকে সবচে বেশি গুরুত্ব দিয়েছেন। আমার আশা দেশকে এগিয়ে নিতে ১শ জনের মধ্যে ১শ শিক্ষিত হতে হবে। পাস করা বিদ্যালয় পাশাপাশি বিষয়ভিত্তিক গবেষণা করতে হবে; তাহলে অনেক কিছু জ্ঞান আহরণ করা সম্ভব হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, পড়াশুনা সময় পড়া পাশাপাশি সংবাদ পত্র পড়লে দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা যাবে। আমরা সোনার বাংলাদেশকে ৯ মাস যুদ্ধ করে স্বাধীন করেছিলাম; আজ আমরা তার সুফল ভোগ করতে পারছি। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনাদের তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। তেতুল শেখ কলেজের উন্নয়নে আমার যা যা করা দরকার তাই করবো। তিনি কলেজের ডিসিপিলিন ও ক্যাম্পাসের ফুলবাগান দেখে মুগ্ধ হোন। সভায় তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি, চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা চালকল মালিক সমিতির, তেতুল শেখ কলেজের সভাপতি আলোর মানুষ হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আ.লীগের যুগ্মসম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, তেতুল শেখ পরিচালনা কমিটির সদস্য হাজি আব্দুর ছাত্তার, জালাল উদ্দিন মহর, চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক প্রভাষক শেখ সেলিম, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজি আব্দুল মোতালেব, প্রধান শিক্ষক আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আক্কাচ আলী, তেতুল শেখ কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আবুল হোসেন দাখিল মাদরাসার সভাপতি আকিদুল ইসলাম, সুপার আব্দুর রহমান, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, খাসকররা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুর রহমান, মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের শহিদুল ইসলাম, শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান মসনাত, সোনালী ব্যাংক সরোজগঞ্জ শাখার ম্যানেজার তেতুল শেখ কলেজের ছাত্রী সানজিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তেতুল শেখ কলেজের প্রভাষক আরিফ হোসেন ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল আওয়াল সার্বিক সহযোগিতায় ছিলেন জহুর রায়হান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে লাল গালিচা সংর্বধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।