আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স হারদী হাসপাতালে নবাগত ডাক্তারদের নবীনবরণ অনুষ্ঠিত

বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স হারদী হাসপাতালে নবগত ডাক্তারদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতাল চত্বরে নবাগত ১২ জন ডাক্তারদের অভ্যার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মদ সাইদ। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলি, আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন। যোগদানকারীরা ৩৯তম বিসিএস এর মধ্যদিয়ে চাকরি জীবন শুরু করেন। যোগদানকারীর মধ্যে ডা. মোছা. শাহানা নাজনীন, ডা. সিলভিয়া পারভিন, শাইফা বিন্তে শামস, নাজমুল হুসাইন, সাদিয়া শারমিন, আনিকা বুশরা হাসান, আবু জাহিদ, আবদুল্লা আল মামুন, রিয়াসাদ জামান, উৎপল বিশ্বাস, মাসুক রহমান, আশরাফুন নাহারকে ফুল দিয়ে অভ্যার্থনার মাধ্যামে বরণ করে নেয়া হয়। আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. গোলাম সাইখ ফেরদৌস সজিব, শারমিন আক্তার, রাগিব শাহরিয়ার ও মতূর্জা আরেফিন। এমটি আজিজুল হক সোমার উপস্থাপনায় খলিলুর রহমান, নিজাম উদ্দীন, মাসুদ রানা, রবিউল হক, শামসুন্নাহার, আবেদা ফেরদৌস, জহুরুল ইসলাম, মনজুরুল হক, জহুরুল ইসলাম, নাজমুল, হারুন, সুমন, নাজমুল, আবুল কালাম, কাজল, সকল সিএইস সিপিসহ হাসপাতালের কর্তব্যরত সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দীন আহম্মদ সাইদ বলেন, হাসপাতালকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।