স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্রেষ্ট ফিডিং কর্ণার ( বাচ্চাদের দুধ খাওয়ানোর জায়গা) উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সির্ভিল সার্জ ডা. এএসএম মারুফ হাসান তৃতীয়তলায় ২০৬ রুমটি ফিতে কেটে উন্মুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবির, গাইনি বিশেজ্ঞ ডা. আকলিমা খাতুন, শিশু বিশেজ্ঞ ডা. কানিজ নাঈমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. রবজেল হক, নাসিং সুপারভাইজার লূৎফুন নাহার, হেলথ এডুকেশন দোলোয়ার হোসেন ও খুরশিদা পারভীন, স্টোর কিপার হাদিউজ্জামান প্রমুখ।