জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার ভোরে জীবননগর পিচমোড় হেলিপ্যাড নামক স্থান থেকে তাদেরকে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ীদের গতকালই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার ওসি (অপারেশন) মোল্লা মো.সেলিমের নেতৃত্বে এএসআই ইমামুল, এএসআই মিলন ও এএসআই আরিফুল ইসলাম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জীবননগর হেলিপ্যাড পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় নারায়ণপুর গ্রামের রসুল বকসের ছেলে চান্দু মিয়া (৩০), মৃত আজিজুল হকের ছেলে ওমর আলী (৫০) ও রওশন আলীর ছেলে জিহাদ হোসেনকে (২৮) আটক করে। এসময় তাদের নিকট থেকে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জীবননগরে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
