আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়রন ও আর্সেনিকমুক্ত সুপেয় পানির প্লান্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ইম্প্যাক্ট ফাউন্ডেশন কর্তৃক নির্মিত এ পানির প্লান্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলের নেতা নারী, অনেক মন্ত্রী ও সচিব নারী। প্রায় সকল প্রতিষ্ঠানে শীর্ষ পদ অলংকৃত করছে নারীরা। বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নে সবধরনের পদক্ষেপ নিচ্ছে। মেয়েদের বিকশিত ও প্রতিষ্ঠিত হওয়ার পথ উন্মুক্ত ও সহজ করেছে। সরকারের এ সুবিধা ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ গড়ে নিতে সচেষ্ট হতে হবে তোমাদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা প্রোগ্রামের প্রশাসক ডা. শাফিউল কবীর, ফাইন্যান্স অ্যান্ড এডমিন অফিসার মজিবুল ইসলাম, কো-অডিনেশন ম্যানেজার রফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ম্যানেজার সালাউদ্দিন বিশ^াস মনা, সহকারী প্রধান শিক্ষক আনিসুজ্জামান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসিনুর রহমান, রওশন আরা, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, শহিদুল আলম, মজনুর রহমান, গুলশান আরা, শামীমা ইয়াসমিন, কারেবী সুলতানা, সহকারী শিক্ষক আলি কদর, সমীর কুমার সাহা, রাম কুমার সাহা, মাজেদুর রহমান, মিজানুর রহমান, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, সাকিব প্রমুখ।