স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মৎস্যজীবী দলের প্রয়াত দু’নেতার স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সদর থানা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা মৎস্যজীবী দলের নেতা শঙ্করচন্দ্র ইউপির সাবেক মেম্বার ছয়ঘরিয়া গ্রামের বিল্লাল হোসেনের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গাজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বকুল। দোয়া পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাও. মো. রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান মনি, মশিউর রহমান বাবু, লুৎফর রহমান, সদস্য আরশেদ আলী কালু, মোজাম্মেল হক, আতিয়ার রহমান, সদস থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাজিবার রহমান, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক নূর ইসলাম বুদো, জীবননগর পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক ছানোয়ার হোসেন, সদস্য জিয়াউর রহমান, নূর মোহাম্মদ, দামুড়হুদা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক পিয়ার মহাম্মদ, যুগ্মআহ্বায়ক খলিলুর রহমান, সদর থানা মৎস্যজীবী দলের যুগ্মআহ্বায়ক আবু সালেহ, আবুল বাসার, সেলিম মিয়া, চুয়াডাঙ্গা পৌর মৎস্যজীবী দলের যুগ্মআহ্বায়ক মুন্সি আব্দুল হাকিম, সদস্য মোবারক হোসেন মোবা, আল মামুন, আতাউল, আব্দুল মালেক, দর্শনা পৌর মৎস্যজীবী দলের যুগ্মআহ্বায়ক হারেক উদ্দিন ডাবলু, জেলা মৎস্যজীবী দলের সদস্য আনোয়ার হোসেন, আকবার আলী প্রমুখ।