জীবননগরে কবি ময়নুল হাসানের স্মরণসভা

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক, ব্যাংকার ও কবি প্রয়াত ময়নুল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জীবননগরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে শহরের কাজী টাওয়ারে কনফারেন্স রুমে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলম মোর্তুজা। স্মরণসভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলার লেখকদের জন্য কবি ময়নুল হাসান ছিলেন একজন নিবেদিতপ্রাণ। তার প্রচেষ্টাতে এ জেলায় লেখক সংঘের মতো সংগঠনের সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন একজন গুণী লেখক ও কবি। তার লেখনি শক্তি ছিলো উচ্চমানের। তিনি যদি মফস্বল শহরের বসবাস না করতেন তাহলে জাতীয় পর্যায়ে তিনি অবস্থান করে নিতে পারতেন। তার অকাল প্রয়াণ আমরা অনুপস্থিতি অনুভব করি।
চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সভাপতি ডা. শাহিনূর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাঈফ। কবি আবুল কালাম আজাদ ও কবি আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনীতিক কাজী বদরুদ্দোজা, অধ্যক্ষ কবি হামিদুল হক মুন্সী, কবি রবিউল হোসেন শুকলাল, অধ্যক্ষ কবি রাজিয়া আক্তার রেখা, কবি শামীমা আক্তার, কবি আকলিমা খাতুন, কবি খালেদুজ্জামান, কবি শরিফুজ্জামান চৌধুরী, কবি নজরুল ইসলাম, কবি ছালমা বেগম, কবি সোহান, কবি জাকিয়া সুলতানা ঝুমুর, কবি কেএম জেসমনি রুমা, কবি খুরশীদ, কবি শাহাদৎ হোসেন, শিক্ষক দিলরুবা খানম খুকুমনি ও শামসুল হুদা। শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।