জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জেইউকেজির র্যালি ও বাৎসরিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং নতুনপাড়ার ফরমান ম-লের বাগান বাড়িতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান।
জেইউকেজির অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, ওসি (তদন্ত) ফেরেদৌস ওয়াহিদ, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান। প্রভাষক আব্দুর রহিম ও ইকরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যক্ষ রাজিয়া আক্তার রেখা, উপদেষ্টা শওকত আলী, উপদেষ্টা শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বক্তব্য রাখেন। শেষে শিক্ষকদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে অতিথিবৃন্দ ফরমান ম-ল বাগান বাড়িতে পৌঁছুলে বাগান বাড়ির ব্যবস্থাপনা পরিচালক বদর উদ্দিন বাদল তাদেরকে স্বাগত জানান। তিনি জানান, দর্শকদের বিনোদনের জন্য এ বছর পার্কটি আরও উন্নয়ন করা হয়েছে।