গাংনীতে ক্ষেতের কলা কেটে তছরুপ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর ঢেপা গ্রামে চান মিয়া নামের এক কৃষকের এক বিঘা জমির কলার কাধি কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে বিষয়টি টের পান তিনি। বিক্রি উপযোগী হয়ে উঠা কলা বিনষ্ট হওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী চান মিয়া।
কৃষক চান মিয়া বলেন, ঋণ ও ধারের টাকা দিয়ে গ্রামের মাঠে এক বিঘা জমিতে কলা আবাদ করি। প্রায় সবগুলো কলা গাছে কাধি এসেছে। আর কয়েকদিন পরই বিক্রির উপযোগী হতো। গতকাল রাতের কোনো এক সময় কাধিগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, কলাগুলো বিক্রি করতে পারলে ঋণ ও সার কীটনাশকের দোকানের বাকি পরিশোধ করা যেতো। এখন আমার কোনো উপায় নেই। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন কলা তছরুপ করেছে বলে ধারণা করছেন তিনি। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ার কথা বলেন তিনি।
এ প্রসঙ্গে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। এর সাথে জড়িত যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।