আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইল বগাদিয়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামের গাজীপাড়ার মৃত খোকন গাজীর ছেলে জালাল উদ্দিন গাজীকে মারপিট করে হত্যার পরে গলায় দড়ি দিয়ে মাঠের একটি গাছের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জালাল উদ্দিন গাজীর স্ত্রী ফরিদা খাতুন বলেন, আমার শ্বশুরের সম্পত্তি নিয়ে গত পাঁচ দিন ধরে আমাদের পরিবারের ভেতরে গোলযোগ হয়ে আসছিলো। গতপরশু বসতবাড়ির পাশে বাঁশ বাগান থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে আমার স্বামীকে মারপিট করেছে আমার ছোট দেবর জয়নাল আবেদীন, তার স্ত্রী বিউটি খাতুন, দেবরের শাশুড়ি পার্শ্ববর্তী মহেশপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী মছিরা খাতুন, আমার নন্দাই মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা গ্রামের শহিদুল ইসলাম, ননদ রসিয়া খাতুন এবং তার জামাই ভোগাইল বগাদি গ্রামের আব্দুল হান্নানের ছেলে মানা হোসেন, আমার বড় ভাসুর আব্দুর রশিদ ও তার ছেলে আয়নাল হোসেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে আমার স্বামী বেনুখালি মাঠের দিকে খৈরি আনতে গেলে তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে মারপিট করে গলায় রশি পড়িয়ে একটি পেপুলটি গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আমরা খোঁজাখুঁজির এক পর্যায়ে মাঠ থেকে আমার স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করে বাড়িতে এসেছি। ঘটনাস্থল পরিদর্শন করেন বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহিদুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।