গাংনীতে গ্রামীণফোন সেন্টার চালু

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা শহরে গ্রাহকদের বহুকাক্সিক্ষত গ্রামীণ ফোন সেবাকেন্দ্র গ্রামীণফোন সেন্টার চালু হয়েছে। গতকাল সোমবার দুপুরে গাংনী বাস স্ট্যান্ডে হারুন ট্রেডার্স মার্কেটে আনুষ্ঠানিকভাবে এ গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণফোনের অপারেশন হেড সাজ্জাদ হাসিব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ ফোনের বিভিন্ন সেবার জন্য
গ্রাহকদের খুলনা বা যশোর যাওয়ার প্রয়োজন হতো। সেই সেবাগুলো এখন গাংনীর এ সেন্টারে মিলবে। অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এখানে সেবা চালু করা হয়েছে বলে জানান গ্রামীণফোনের কর্মকর্তারা। শোভাযাত্রা, কেক আর উদ্বোধনী ফিতা কেটে এ সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিসনেস সার্কেল হেড আউলাদ হোসেন, মার্কেটিং হেড আবুল হাসনাত, রিটেইল হেড নুরুল আমিন সরকার, খুলনা রিজিওনাল সেলস হেড এএমএম সালাহ উদ্দিন, কুষ্টিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রশিদ, খুলনা বিসনেস সার্কেল ফ্র্যাঞ্চাইজ ম্যানেজার শামীম আহসান, ফ্র্যাঞ্চাইজ কোর্ডিনেটর মাকসুদ আলম, গাংনীর টেরিটোরি অফিসার আসাদুজ্জামান, খুলনা বিসনেস সার্কেল মার্কেট কমিউনিকেশন স্পেশালিস্ট মাইদুল ইসলাম ও গাংনী গ্রামীণফোন সেন্টারের স্বত্ত্বাধিকারীসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখান থেকে গ্রামীনফোনের বিভিন্ন সেবা যেমন- নতুন সিম, সিম পরিবর্তন, সিমের মালিকানা হস্তান্তর, আইটেমাইজ বিল, মডেম, রাউটার, বিভিন্ন ধরনের হ্যান্ডসেট, টনিক সেবা ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।