আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে  ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসা ও সেবনের অপরাধে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেড হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার প্রাগপুর গ্রামের মৃত জহিরউদ্দিন মালিথার ছেলে নিয়াত মালিতা (৬০) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রয় আসছে। নিয়াত তার বাড়িতেই বিভিন্ন এলাকা থেকে গাঁজা সেবন করতে আসা সেবকদের নিজে গাঁজা তৈরি করে দিয়ে সেবন করায়। গতকাল ওসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসাআই শাখাওয়াত হোসেন, টুআইসি এএসআই বাচ্চু শেখ ও আলমডাঙ্গা থানার এসাআই শাহিনুর ইসলাম নিয়াতের বাড়িতে অভিযান চালান। এসময় প্রাগপুর গ্রামের মাঠ থেকে রুহুল আমীনের ছেলে রাকিবুল হোসেন, একই গ্রামের আব্দুল লতিফের ছেলে শিলন আলী ও পাশর্^বর্তী কুষ্টিয়া জেলার মিরপুর থানার মালিহাদ গ্রামের বজলুর রহমানের ছেলে মামুন আলী ও নিয়াত মালিথাকে আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে সংবাদ দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা ব্যবসায়ী নিয়াত মালিথাকে ৬ মাস ও রাকিবুল হোসেনকে ১ মাস, শিলন আলীকে ২ মাস ও মামুন আলীকে ২ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।