স্টাফ রিপোর্টার: এবার নিজ এলাকা চুয়াডাঙ্গা মুসলিমপাড়ায় সংবর্ধনায় সিক্ত হলো এসএ গেমসের আর্চারিতে তিনটি স্বর্ণজয়ী ইতি খাতুন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয়রা। অনুষ্ঠানের প্রথমেই ফুলের মালা দিয়ে বরণ করা হয় স্বর্ণকন্যা ইতি খাতুনকে। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজ ইতি খাতুন শুধু আমাদের না সারা বাংলাদেশের গর্ব। এখন আমরা বাইরের জেলায় গেলে ইতির জন্য আলাদা সম্মান পায়। তার কৃতিত্বে এ মুসলিমপাড়ার নাম শুধু বাংলাদেশ না পুরা দক্ষিণ এশিয়ার মানুষ জেনেছে। ইতি খাতুনের দেখে সকলের শিক্ষা নেয়া উচিত। কিভাবে সে বাল্যবিয়ে প্রতিরোধ করে এসএ গেমসে স্বর্ণ জয় করেছে। তিনি ইতির উদ্দেশ্য বলেন, তোমার কাছে একটায় আশা যে আর সবার মতো তুমি তোমার এলাকার মানুষদের ভুলে যাবা না। তেমনই তোমার এই সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে তাদেরকেও সারাজীবন সম্মান করবা। অনুষ্ঠানে সংবর্ধিত ইতি খাতুন তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সে যেন তার এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে সেই জন্য সকলের কাছে দোয়া চান। শিক্ষক আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌরসভার স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেখালী খাতুন, জজ কোর্টের এপিপি অ্যাড. আসলাম উদ্দিন, ইতির কোচ বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য সোহেল আকরাম, সাংবাদিক মাহফুজ মামুন, ইতির পিতা ইবাদত আলী ও খালু ডালিম হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইমদাদুল হক, পারভীন খাতুন ও রাজ্জাক ভান্ডারী। অনুষ্ঠানের শেষে ইতি খাতুনকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।