চুয়াডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পৌর এলাকায় সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা পৌরসভায় অ্যাডভোকেসি ও পরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার হলরুমে আয়োজিত অ্যাডভোকেসি ও পরিকল্পনাসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য, ভিটামিন ‘এ’ প্লাস পুষ্টি বার্তা, কেন্দ্র পরিচালনা ও ক্যাম্পেইনের উপর বিশদ আলোচনা করেন পৌরসভার সিনিয়র টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন। উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোছা. শাহিনা আক্তার রুবি, মোছা. নাজরি পারভীন মলি, সিরাজুল ইসলাম মনি, সহকারী প্রকৌশলী (পানি) এএইচএম সাহীদুর রশীদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর খানসহ সকল স্তরের দায়িত্বপূর্ণ কর্মকর্তা ও কর্মচারীগণ। সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, উচ্চমান সহকারী মোয়াজ্জেম হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, লাইসেন্স পরিদর্শক আব্দুল মুহাইমিন পলাশ ও এসেসর জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রধান অতিথি ছিলেন ডা. মো. সাজিদ হাসান, সদর হাসপাতাল চুয়াডাঙ্গা ও সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র-৩ মোছা. শেফালী খাতুন। এবারে পৌর এলাকার ৬ মাস হতে ১১ মাস বয়সী ১২০০ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ১০ হাজার ২০২জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।