মহেশপুর প্রতিনিধি: মহেশপুর জুলুলী সীমান্তে ভারতে পাচারকালে ৪ নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। গত রোববার সন্ধ্যায় ৪জন বাংলাদেশি নাগরিক অবৈধ পথে ভারতে পাচারকালে তাদেরকে আটক করে বিজিবি। তারা হলেন ব্রাক্ষনবাড়িয়া জেলার নাটাই গ্রামের ওয়াজ আলীর মেয়ে পিংকী বেগম (২৫) ও নুসরাত আক্তার (১৮) এবং চট্রগ্রাম জেলার পতেঙ্গা থানার কাঠগড় বাজারের শিমুল দাসের মেয়ে তৃষণা দাস (২৮), একই জেলার পাহাড়তলী এলাকার এরফান আলীর কন্যা মুন্নি বেগম (৪৫)। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার সকালে তাদেরকে ঝিনাইদহ জেলহাজতে পাঠানো হয়েছে। ৫৮ বিজিবির অধিনায়ক জানান, তাদেরকে অসৎ উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিলো।