জীবননগরের উথলীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা

জীবননগর ব্যুরো: জীবননগরের উথলীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উথলী বাসস্ট্যান্ড মোড়ে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান। উপস্থাপনায় ছিলেন উথলী মোড় কমিটির সাধারণ সম্পাদক ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহমদ প্রদীপ। বক্তব্য রাখেন জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. সাইফুল ইসলাম, উথলী ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. কফিল উদ্দীন, ইউপি সদস্য মঈনুল হাসান মঈন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্টু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম কলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতুু প্রমুখ। সভায় বক্তারা এলাকার মহল্লায় মহল্লায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করা, এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখা, বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এলাকাবাসীকে পুলিশের সার্বিক সহযোগিতায় করার আহ্বান জানান।