বাংলাদেশ স্কাউটস-চুয়াডাঙ্গার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আব্দুল হান্নান পুনরায় সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে কাউন্সিলদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা স্কাউটস সভাপতি ও জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সলে কাউন্সিলরদের কণ্ঠভোটে প্রতিনিধি নির্বাচন করা হয়। আগামী ৩ বছর এই কমিটি চুয়াডাঙ্গা জেলায় স্কাউটসের কাযক্রম পরিচালনা করবে।
পদাধিকারবলে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার সভাপতি এবং পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান সহসভাপতির দায়িত্ব পান। জেলা স্কাউটের বর্তমান সম্পাদক মো. আব্দুল হান্নানকে একই পদে পুনরায় নির্বাচন করা।
অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন, সহসভাপতি (বেসরকারি) শাহনেওয়াজ ফারুক, যুগ্মসম্পাদক গোলাম মোর্তুজা, কোষাধ্যক্ষ নজির হোসেন ও কমিশনার আবু তালেব।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ স্কাউটসের গঠনতন্ত্র অনুযায়ী কমিশনার পরবর্তীতে সহকারী কমিশনার পদে সাতজনকে মনোনীত করবেন।
জেলা প্রশাসক নবনির্বাচিত কমিটি এবং উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘যতো দ্রুত সম্ভব চুয়াডাঙ্গা জেলাকে শতভাগ স্কাউটসের আওতায় আনতে হবে। এজন্য প্রত্যেককের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। প্রথমে নিজেরা ডিসিপ্লিন মেনে চলতে হবে, পরে অন্যদেরকে ডিসিপ্লিন শেখাতে হবে।’
এদিকে সংগঠনের সার্বিক কার্যক্রম তদারকির জন্য তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানকে আহ্বায়ক করে নিরীক্ষা (অডিট) পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, মাইদুর রহমান জোয়ার্দ্দার, ইয়াকুব আলী মাস্টার, রুহুল আমীন ও আব্দুর রাজ্জাক।