জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় আধুনিক শিক্ষার সমন্বয় ও মেধা বিকাশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালক সুবেদার মেজর (অব.) বীরপ্রতিক খন্দকার সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আ.লীগ নেতা মো. শাহরুজ্জামান শাহানুর। কোষাধ্যক্ষ মো. মানোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন অব. পুলিশ সদস্য মো. আজিজুল হক, টুটুল আলি, তোফাজ্জেল হোসেন, ইউনুস আলি, ফারুক হোসেন, প্রধান শিক্ষক মো. নাজিমুল ইসলাম, আশরাফুল আলম, আব্দুল লতিফ, ইতি খাতুন, হাবিবুর রহমান, রবিউল ইসলাম, ওয়ার্ড মেম্বার মাহমুদুল হক রজন, মোল্লা আব্দুল হামিদ প্রমুখ। শেষে ২০১৯ সালের ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় কৃতীত্বপূর্ণ ফলফল প্রাপ্তি মেধাবী ৭ শিক্ষার্থীকে ক্রেস্ট সম্মামনা প্রদান করা হয়।
আলমডাঙ্গার ঘোষবিলায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
