স্টাফ রিপোর্টার: চ্যানেল আই প্রকৃতি মেলা’ ২০২০ উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চ্যানেল আই চুয়াডাঙ্গা প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির উদ্যোগে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এনডিসি সিব্বির আহমেদ, সহকারী কমিশনার আমজাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন ও সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এমএম আলাউদ্দীন (দ্য ইন্ডিপেনডেন্ট), শেখ সেলিম (যোগাযোগ প্রতিদিন), শাহ আলম সনি (প্রথম আলো), রফিক রহমান (এটিএন বাংলা), রিফাত রহমান (জিটিভি), মফিজুর রহমান জোয়ার্দ্দার (শেয়ার বিজ), হুসাইন মালিক (নয়াদিগন্ত), খাইরুল ইসলাম (সমকাল), মাহফুজ মামুন (সময় টিভি), রুবাইত বিন আজাদ সুস্থির ও শিক্ষক আব্দুল কুদ্দুস। প্রতি বছরের ন্যায় চ্যানেল আই চেতনা চত্বরে আজ শনিবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশের উদ্যোগে ‘চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০’ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে সারাদেশের ন্যায় শুক্রবার চুয়াডাঙ্গায় র্যালির আয়োজন করা হয়।