চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ দাখিল মাদরাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বলেন জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো স্বাধীন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার। বিশ্বের দরবারে বাংলাদেশ যাতে মাথাউঁচু করে দাঁড়াতে পারে। গর্ব করে বলতে পারি আমরা বাঙালি জাতি। কিন্তু পাকিস্তানিদের দোসর বিএনপি-জামাত বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি। ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। আল্লাহতায়ালার অশেষ রহমতে বেঁচে যান তার কন্যা শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। ইতঃপূর্বে জামাত-বিএনপিরা বলতো আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশ হিন্দুস্থান হয়ে যাবে, দেশে কোনো মসজিদ মাদরাসা থাকবে না। আওয়ামী লীগ সরকার প্রায় ১১ বছর ক্ষমতায় থাকায় মসজিদ মাদরাসায় ব্যাপক উন্নয়ন হয়েছে। জ্জ গুন বেড়েছে মসজিদ মাদরাসার সংখ্যা, বৃদ্ধি পেয়েছে মসজিদে মুসল্লিদের সংখ্যা। তারই ধারাবাহিকতায় শুধু শহরেই নয় গ্রাম এলাকাতেও সুউচ্চ মাদরাসা ভবন নির্মাণ করা হচ্ছে। জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে আধুনিক প্রযুক্তি দিয়ে মসজিদ। বিএনপি-জামাতের সেই সকল অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে। শিক্ষার হার বাড়ানোর জন্য দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে, এমপিওভুক্ত করা হয়েছে দেশের সকল মাধ্যামক বিদ্যালয়গুলো। যেগুলো এমপিওভুক্ত হয়নি সেগুলোও এমপিওভুক্ত করা হবে। বছরের প্রথমেই সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোর ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হচ্ছে। নতুন বইয়ের গন্ধ শুকতে শুকতে ছেলে-মেয়েরা বাড়ি যাচ্ছে। বই কেনার জন্য চিন্তা করতে হচ্ছে না কোনো অভিভাবককে। আর ২ বছর পর দেশে আর কোনো মাটির রাস্তা থাকবে না। তখন সবাই বলবে বাড়ির উঠোনটি পাকা করে দেয়ার জন্য। সরকারের এ সাফল্য দেখে পাকিস্তানিদের প্রেত্মারা দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়য়ন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদেরেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫শ ৫২ টাকা ব্যয়ে মাদরাসা শিক্ষা অধিদফতর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে মাদরাসা কমিটির সভাপতি জাকির হোসেন জোয়ার্দ্দার বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্র্দ্দার টোটন, সাবেক কৃষক লীগের সভাপতি আজিজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা জাতীয় পার্টির সহসভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, সাবেক জেলা যুবলীগের আহবায়ক আরেফিন আলম রনজু, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, শঙ্করচন্দ্র ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত মাহাম্মুদ, সচিব ফয়জুর রহমান, সাংবাদিক ইলিয়াস হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমির হোসেন।