জুতো পায়ে শহীদ মিনারে দাঁড়িয়ে পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকেরা জুতো পায়ে শহীদ মিনারে উঠে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করেছেন। শহীদ মিনারে জুতো পায়ে ওঠায় এলাকায় সমালোচনার ঝড় ওঠে। শিক্ষকদের এ কা-জ্ঞানহীন ঘটনায় ফুঁসে ওঠে সাধারণ মানুষ। দেশের সর্বোচ্চ শ্রদ্ধার জায়গায় জুতো পায়ে শহীদ মিনারে ওঠায় সভাপতি ও প্রধান শিক্ষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে শোকজ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা গত ৩০ ডিসেম্বর। বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে জুতো পায়ে উঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দার মল্লিক, প্রধান শিক্ষক নুর মোহাম্মদসহ সহকারী শিক্ষকেরা। জুতো পায়ে শহীদ মিনারে দাঁড়ানো ছবি ফেসবুকে ভাইরাল। নিন্দার ঝড় ওঠে সচেতনমহলে। ঘটনাটি দৃষ্টি গোচর হয় জেলা প্রশাসনের কর্মকর্তাদের। ঘটনার ৪দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে শোকজ করা হয়। চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে শোকজের একটি অনুলিপির কপি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তপূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষ গড়ার কারিগর শিক্ষক যদি কা-জ্ঞাহীন কর্মকা- করেন তাহলে শিক্ষার্থীরা কি শিখবে; সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতনমহলে। সভাপতি হায়দার মল্লিক বলেন, মনের অজান্তে এ ঘটনা ঘটেছে। এটা খুবই দুঃখজনক। প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, জুতো পায়ে শহীদ মিনারে ওঠার বিষয়টি অস্বীকার করবো না। তবে অজ্ঞাত কারণে এমনটি ঘটে গেছে। আর শোকজ করার কোনো চিঠি এখনো পর্যন্ত হাতে পায়নি। তবে ঘটনাটি খুবই দুঃখজনক।