চুয়াডাঙ্গা ও মেহেরপুর নানা আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদকের ভয়াবহতার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
স্টাফ রিপোর্টার: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বেলুন, কবুতর উড়িয়ে এবং কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মাদকাসক্তির প্রবণতা যুব সমাজের মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে জানিয়ে বক্তারা বলেন, এখনই মাদককে রুখতে না পারলে দেশের যুবসমাজ পথ হারিয়ে ফেলবে। এজন্য আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণের মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে বলতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে দেয়। যার কারণে পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা বলেন যে, মাদক শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ঝুঁকিতে রয়েছে। মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আইনশৃংখলা বাহিনী মাদক প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখছেন। প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। প্রথমে পরিবারকে মাদকমুক্ত রাখতে হবে। মাদকের ভয়াবহতার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়।
চুয়াডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন প্রমুখ। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা চান বক্তারা। পরে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে পালিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকরে কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান ও শান্তির প্রতীক কবুতর উড়োনো হয়। এরপর মেহেরপুর হলরুমে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়াতুল্লাহ প্রমুখ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা র‌্যালি ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন।