কুষ্টিয়ার দৌলতপুরে ঘরের ওপর ট্রাক উল্টে পড়ে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বালি ভর্তি ট্রাক উল্টে ঘরের ওপর চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমদহ গ্রামের মানিক ফকির (৬৫) ও একই এলাকার মরিয়ম পারটেক্স কারখানার কর্মচারী আব্দুর রহিম (৪৫)। তার বাড়ি কুষ্টিয়ায়।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে বালি ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আমদহ গ্রামের রাস্তা সংলগ্ন মানিক ফকিরের টিনের ঘরের ওপর পড়ে। এ সময় ঘরে থাকা মানিক ফকির ও আব্দুর রহিম চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে শুক্রবার ভোররাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দল নিহতদের লাশ উদ্ধার করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
দুর্ঘটনায় নিহতের ঘটনায় দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, ট্রাক উল্টে ঘরের ওপর পড়ে দুজন নিহত হলে তাদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে।