মেহেরপুর পৌরসভার উদ্যোগে মানুষের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: স্বাস্থ্যসম্মত নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের একটা বড় চ্যালেঞ্জ এখন। পয়ঃব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে শক্তিশালী অর্থনীতি, স্বাস্থ্যের উন্নতি, সামাজিক নিরাপত্তা, নারীর মর্যাদার উন্নতি ঘটবে। সুনির্দিষ্ট এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকারসহ বিভিন্ন এনজিও সংস্থা। কৌশলগত সমাধানই পারে এই পয়ঃবর্জ্যকে স্বাস্থ্য, সম্পদ এবং মর্যাদায় রূপান্তরিত করতে মেহেরপুর পৌরসভার উদ্যোগে মানুষের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলরুমে প্র্যাকটিক্যাল অ্যাকশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। স্বাগত বক্তব্য দেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেড অফিসের প্র্যাক্টিক্যাল অ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক সাইফ মঞ্জুর, সামাজিক সংহতি অফিসার আল আমিন, মিউনিসিপাল কো অডিনেটর ইসরাত হাসান তানভীর, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, মীর জাহাঙ্গীর হোসেন, শাকিল রাব্বি ইভান, নুরুল আশরাফ রাজিব, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার, পৌর সচিব তৌফিকুল আলম প্রমুখ।