আমরা গর্বিত যে জাতির পিতার নামের মুজিবনগরে জন্মেছি : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর মহাবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি ওই ভবন উদ্বোধন অনুষ্ঠানে বলেন, দেশ স্বাধীন অনেক বছর হলেও এ অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। এ এলাকার স্কুল-কলেজের উন্নয়ন বলতে টিনের ঘর ছাড়া আর কিছু ছিলো না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছে। দেশের প্রতিটি স্কুল ও কলেজ চারতলা একাডেমি ও আইসিটি ভবন নির্মাণ করা হচ্ছে। কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অর্থ বরাদ্দ দিচ্ছেন সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আজ এখানে দৃষ্টিনন্দন বহুতল বিল্ডিং হচ্ছে। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজ এ এলাকার মানুষ বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। আমরা গর্বিত যে জাতির পিতার নামের মুজিবনগরে জন্মেছি। তিনি আরও বলেন, মুজিবনগরকে ঢেলে সাজানো হবে। মুজিবনগরের উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগামী তিন বছরের মধ্যে মুজিবনগরের বাকি কাজ সম্পন্ন করা হবে। বক্তৃতায় তিনি এলাকার চলমান উন্নয়ন ও ভবিষ্যত উন্নয়নের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বাস্তবায়নে ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমি ও আইসিটি ভবন নির্মাণ করা হয়। উদ্বোধন শেষে সেখানে মোনাজাত করা হয়।
নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনাসভায় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু’র সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক শামীম জাহাঙ্গীর সেন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, অধ্যক্ষ সাইফুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দীন আহমেদ চুন্ন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য গোলাম মোস্তফা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামাল, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন, আলমাস হোসেন শিলু, আজিমুল বারী মুকুল, খাজা মঈনউদ্দীন লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালউদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন ও সাধারণ সম্পাদিক তহমিনা খাতুন প্রমুখ।