স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ান গেমসের ভলিবলে জয়ের ধারায় থাকতে পারেনি ছেলেরা। ভারতের কাছে সরাসরি সেটে হেরেছে আলি পোর আরোজির দল। ত্রিপুরেশ্বর কাভারড হলে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ সেটে হারে বাংলাদেশ। ২৫-১৮ ব্যবধানে প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে ২৫-১৪ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে তৃতীয় সেটেও পেরে ওঠেনি দল, হেরে যায় ২৫-১৫ পয়েন্টে। স্বাগতিক নেপালকে ৩-২ সেটে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিলো ছেলেরা। আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল-ভারত। এ ম্যাচের ফলের ওপর নির্ভর করবে গ্রুপ থেকে কোন দুটি দল সেমি-ফাইনালের টিকেট পাবে। একটি করে জয় আছে বাংলাদেশ ও ভারতের। নেপাল এখনও জয়ের দেখা পায়নি। মেয়েদের ভলিবলে আগামী শুক্রবার ভারতের সঙ্গে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপালের কাঠমা-ু-পোখারায় আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এসএ গেমসের ত্রয়োদশতম আসর। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিবে বাংলাদেশ। ভলিবল আগেই শুরু হয়েছে।