দামুড়হুদায় বিজিবি’র চোরাচালান বিরোধী পৃথক অভিযানে মোষ ও মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার

দামুড়হুদা ব্যুরো: চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে মোষ ও ফেনসিডিলসহ ভারতীয় তৈরি বিভিন্ন মালামাল আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে দুটি মোষ, ৬০ বোতল ফেনসিডিল, ২০ প্যাকেট ভারতীয় পেস্তা বাদাম, ৪০ প্যাকেট কিচমিস, ৮৩টি ব্রা, ২৩টি শাড়ি, ২২টি শাল চাদর, ৭টি ওড়না, ৬টি থ্রি-পিস, ৪টি নাইটি, ২টি পাঞ্জাবি, ৫ প্যাকেট চকলেট, ৬টি সোয়েটার, ১০টি গেঞ্জি, ১টি প্যান্টপিচ, ৩ জোড়া জুতো এবং ৬০টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী। আটককৃত মালামালগুলো দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল কমান্ডার নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী জয়নগর গ্রামের কবরস্থানের সামনে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। একইদল গতকাল সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার জয়নগর-শ্যামপুর জোড়াবটতলা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ প্যাকেট ভারতীয় পেস্তা বাদাম, ৪০ প্যাকেট কিচমিস এবং ৬০টি ব্রা আটক করতে সক্ষম হয়। এ ছাড়া একইদল গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা পেট্রোল পাম্পের সামনে থেকে ১৭টি ভারতীয় শাড়ি এবং ১০টি লেডিস শাল চাঁদর আটক করতে সক্ষম হয়। একইদল গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুরস্থ পেট্রোল পাম্পের সামনে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬টি ভারতীয় শাড়ি, ৭টি ওড়না, ৩টি থ্রি-পিস, ২৩টি ব্রা, ৪টি শাল চাদর, ৪টি নাইটি, ২টি পাঞ্জাবি, ৫ প্যাকেট চকলেট এবং ৫৪টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী আটক করতে সক্ষম হয়। এ ছাড়া সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮টি ভারতীয় শাল চাঁদর, ৬টি সোয়েটার, ১০টি গেঞ্জি, ৩টি থ্রি-পিস এবং ৬টি লোশন আটক করতে সক্ষম হয়।
এদিকে গতকাল সোমবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার লোকমান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তের ৮৭নং মেইন পিলার হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২টি ভারতীয় মোষ আটক করতে সক্ষম হয়। আটক মোষ দুটি দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a comment