চুয়াডাঙ্গায় ২দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে সদর উপজেলার ফিরোজ মঞ্চে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদি মিলি ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা। অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তোলা। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেকার যুবকরা ঘরে বসে আয় করতে পারছে। নতুন নতুন আবিস্কারের মাধ্যমে একদিন শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীরাই আগামীদিনের দেশ গড়ার কারিগর। মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে নিত্য নতুন আবিস্কার প্রদর্শন করছে ক্ষুদে বিজ্ঞানিরা। পরে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।