চুয়াডাঙ্গার হিজলগাড়িতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কর্মসূচির আলোচনাসভা

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠন হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে বিদ্যালয়ের সহযোগিতায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কর্মসূচির আওতায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি বলেন, আগের বাংলাদেশ আর বর্তমান বাংলদেশ এক নয়। শিক্ষা জাতির মেরুদ- একথাটি শ্বাশত ও চিরন্তন। তবে সে শিক্ষার গুণগত মান ঠিক আছে কি না সে দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার উদ্দেশ্য হলো দেশের জনগোষ্ঠীকে সক্ষমতা অর্জন করার উপযোগী করে গড়ে তোলা। আর গুণগত শিক্ষার উদ্দেশ্য হলো দেশের সমগ্র জনগোষ্ঠীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে মূল্যবোধ স¤পন্ন ও মানবিক জনস¤পদে পরিণত করা। গুণগত শিক্ষা অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি তার সমাজ ও দেশের স¤পদে পরিণত হয়, তার চিন্তা-চেতনায়, কর্মে, বিশ্বমানের পরিবর্তন আসে, ছোট পরিসরকে ডিঙিয়ে বড় পরিসরে কাজ করার মনোভাব তৈরি হয়, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়ে আচরণে কাংক্ষিত পরিবর্তন ঘটে, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নিজের ও সমাজের উন্নয়নে নিজেকে সক্ষম করে তোলে। ফলে ক্রমশ এগিয়ে যায় তার অভীষ্ঠ লক্ষ্যে। জীবনের প্রয়োজনে নিজেকে বদলাতে শেখে, বাঁচতে শেখে, বাঁচাতে শেখে, ভালো মানুষ হতে শেখে, শিখে নেয় কিভাবে প্রতিকূলতার সাথে নিজদেরকে খাপ খাইয়ে সামনে এগিয়ে যেতে হয়। এ শিক্ষা শুরু হয় তার জন্ম থেকে এবং তা চলে আমৃত্যু পর্যন্ত। বলতে বাধা নেই উন্নয়নের ব্যাপকতায় দেশ বিদেশের মানুষ আজ মুগ্ধ ও অভিভূত। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে ধারাবাহিক সরকারের এবারের অঙ্গীকার শিক্ষায় সংস্কারের মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়ন। প্রাথমিক শিক্ষা জাতীয়করণ, শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষাক্রম সংস্কার, অবকাঠামো নির্মাণ, উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণসহ শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ প্রবল প্রতিকূলতা ও বাধা বিপত্তি অতিক্রম করে সমৃদ্ধির পথেই হাঁটছে। সোনার বাংলা বিনির্মাণের এই অভিযাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষকদের পেশাগত মর্যাদা সমুন্নত রেখে সকল বৈষম্যদূরীকরণ, প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ এবং শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানবস¤পদ তৈরি করতে হবে। প্রতিযোগিতার বিশ্বায়নের যুগে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে না পারলে আমাদের অগ্রসরতা ব্যাহত হবে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুণগত মানের শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়নে তরুণ প্রজন্মের প্রবল সম্ভাবনা কাজে লাগাতে হবে। যুগের চাহিদানুযায়ী শিক্ষাক্ষেত্রে গবেষণায় উদ্ভাবনী ও সৃজনশীলতার ওপর জোর দিতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সরকার দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রত্যেকটি ক্ষেত্রে বিদ্যুত, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়নসহ অন্যান্য খাতে অত্যন্ত সুপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করেছে। উন্নয়ন অব্যাহত রাখতে হলে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হবে। আর মেয়েদেরকে বাল্যবিয়ে দেয়া থেকে বিরত রাখতে হবে। সর্বোপরি ছেলে মেয়েদের শিক্ষাদানের পাশাপাশি নীতি নৈতিকতা এবং মূল্যবোধ শিক্ষা দিতে হবে। তাহলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রাত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ^াস বলেন, ভালো পরীক্ষার্থী হলে হবে না। ভালো ছাত্র হতে হবে। তবেই শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তরূপ নেবে। জাতীয় উন্নয়ন ও সামাজিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মূল উদ্দেশ্য মানবতার বিকাশ এবং জনমুখী উন্নয়ন ও প্রগতিতে নেতৃত্বদানের উপযোগী মননশীল, কুসংস্কারমুক্ত, পরমসহিষ্ণু, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক এবং কর্মকুশল নাগরিক গড়ে তোলা। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কলিমুল্লাহ বলেন, শিক্ষার মাধ্যমেই জাতিকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার বৈশিষ্ট্য ও দক্ষতা অর্জন করাতে হবে। পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে, উন্নত জাতি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে আমাদের জাতীয় উন্নয়নকে আরো বেগবান করা সময়ের দাবি। এ দাবি মেটাতে উন্নয়নের হাতিয়ার হলো সুদক্ষ মানবস¤পদ। আমাদের শিক্ষা ব্যবস্থাই মানবস¤পদ তৈরি করে। সেই সাথে নিজের সন্তান যেন মাদাশক্ত বা ইন্টারনেটে আশক্ত হয়ে বিপথে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার বলেন, সময়োপযোগী শিক্ষাক্রমের বিস্তারণের মাধ্যমে শিক্ষকগণ মানবস¤পদ বিনির্মাণ করেন । শিক্ষার মানোন্নয়নে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু বলেন, দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। সহযোগিতা অব্যাহত থকলে গুণেমানে বিদ্যালয়টি একদিন উন্নত থেকে উন্নতরে পৌঁছুবে। তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, আ.লীগ নেতা মোবারক আলী, সদস্য মিল্টন বিশ^াস, আওয়াল হোসেন, শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, আব্দুল বারি বিশ^াস, মিজানুর রহমান, হিজলগাড়ি বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন, ডা. কামাল হোসেন, আলী কদর মেম্বার, আবুসালেহ, জিল্লুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শাহানাজ পারভীন, শেফালী পারভীন, সোহানী মুনমুন, আজিজুল হক, মাসুদ রানা, আবুল হোসেন, রাজু আহম্মেদ, পিনা প্রমুখ।