জেএমবি’র বোমাঘাতে নিহত দু’বিচারকের মৃত্যুবার্ষিকীতে চুয়াডাঙ্গায় আলোচনাসভা ও দোয়া

স্টাফ রিপোর্টার: জেএমরি’র বোমা হামলায় নিহত দু’বিচারকের মৃত্যুবার্ষিকীতে চুয়াডাঙ্গায় আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা জজ আদালত সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.এম. নুরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ কামাল হোসেন শিকদার, যুগ্ম ও দায়রা জজ নীলা কর্মকার, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা শামসুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাপিয়া নাগ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নোশীন বর্ণী, সহকারী জজ আরমান হুসাইন, সহকারী জজ নীলা খাতুন, পাবলিক প্রসিকিউটরস অ্যাডভোকেট বেলাল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক আবুল বাশার ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরস অ্যাডভোকেট আবু তালেবসহ জেলা জজশিপের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।
উল্লেখ্য, ২০০৫ সালে ১৪ নভেম্বর ঝালকাঠি আদালতে জেএমবি সদস্যদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যুবরণকারী বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের মৃত্যু হয়।