চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়ার পারভীন ফেনসিডিলসহ আটক

জীবননগর ব্যুরো: ঝিনাইদহের মহেশপুরস্থ-৫৮ বিজিবির অধীন নিমতলা বিজিবির জওয়ানরা পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ফেনসিডিলসহ আটক করা হয়েছে পারভীন আক্তার নামের এক নারীকে। আটক পারভীন চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়িয়ার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার বিজিবি এ অভিযান পরিচালনা করে।
মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে নিমতলা বিওপির বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের ইকরামুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩৫ বোতল ফেনসিডিলসহ ইকরামুল হকের স্ত্রী মাদক চোরাকারবারি পারভীন আক্তারকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই তাকে চুয়াডাঙ্গা সদর থানাতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও নিমতলা বিওপির জওয়ানরা অপর এক অভিযান চালিয়ে জীবননগর উপজেলার সিংনগর হালদারপাড়া হতে পরিত্যক্ত অবস্থায় ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঝিনাইদহের মহেশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান মাদক চোরাকারবারি পারভীন আক্তারকে ফেনসিডিলসহ আটকের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।