শাড়ি ও চাঁদরসহ নিমতলা বিজিবি’র হাতে ভারতীয় চোরাচালানী আটক

জীবননগর ব্যুরো: পাসপোর্টযোগে বাংলাদেশে আসাকালে সঙ্গে বিপুল সংখ্যক শাড়ি ও চাঁদর অবৈধভাবে আনায় দর্শনার নিমতলা বিজিবি’র জওয়ানরা এক ভারতীয় কাপড় ও ব্যবসায়ী ও চোরাচালানীকে আটক করেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আকুন্দবাড়িয়ার পাঁকা রাস্তার ওপর থেকে আটক করে। আটক ভারতীয় নাগরিক সঞ্জয় কুমারকে (৩৮) মামলাসহ গতকালই চুয়াডাঙ্গা সদর থানাতে সোপর্দ করা হয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার গেদের সমরঞ্জিত শর্মার ছেলে কাপড় ব্যবসায়ী ও চোরাচালানী সঞ্জয় কুমার শর্মা অবৈধভাবে ৪০টি শাল চাঁদর ও ৫টি কাতান শাড়ি নিয়ে পাসপোর্টযোগে বাংলাদেশে প্রবেশ করেন। খবর পেয়ে নিমতলা বিওপির বিজিবি জওয়ানরা আকুন্দবাড়িয়া রাস্তার ওপর থেকে তাকে আটক করে এবং এ সময় তার নিকট থেকে উপরোক্ত ভারতীয় শাড়ি ও চাঁদর উদ্ধার করে। তাকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানাতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়াও ধোপাখালী বিওপির বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে মাধবখালী মাঠের মধ্যে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে। ঝিনাইদহের মহেশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান উপরোক্ত ভারতীয় শাড়ি ও চাঁদরসহ একজন ভারতীয় নাগরিক এবং ফেনসিডিল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a comment