দামুড়হুদার বেড়বাড়ি প্রাইমারি স্কুলে উপজেলা চেয়ারম্যানের সম্মানির টাকায় মিড ডে মিল অনুষ্ঠিত

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ি ও হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সম্মানির টাকায় বেড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেনের ব্যক্তিগত অর্থায়নে মিড ডে মিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার কবির, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার, বেড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান খান, ম্যানেজিং কমিটির সভাপতি কাওছার আলী, হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিদরাতুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজান আলী, লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন, ইউপি সদস্য সেলিম উদ্দীন, সহকারী শিক্ষক খাজের আলী, খাজাউল আলম খান, নয়নতারা খানম, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, কল্পনা খানম, বুলবুলি খাতুন, রোকয়ো খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য রুনা লাইলা, রওশনারা, মৌসুমী খাতুন, শরগত আলী, বিল্লাল খা, খেজমত আলী, দর্শনা কলেজ ছাত্রলীগ নেতা অপু মেধাবী ছাত্র তাসরিফ আক্তার। প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। তোমরা প্রতিদিন স্কুলে এসে পড়ালেখার পাশাপাশি সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। সাথে সাথে ভালোভাবে লেখাপড়া করে বাবা-মার মুখ উজ্জ্বল করতে হবে। এবার যার রোল আছে ৩১ তাকে ভালো করে পড়ে আগামীতে ১ রোল করতে হবে। তোমাদের পড়ালেখার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন তা আমি দেখবো। তোমরা ভালো করে পড়ালেখা করে স্কুলের ফলাফল ভালো করবে তোমাদের কাছ থেকে শুধু এটুকুই চাওয়া। তিনি বিদ্যালয় দুটির বেশকিছু সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রæতিও ব্যক্ত করেন। এদিকে নিজের সম্মানির টাকায় বেড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবারের ব্যবস্থা করায় অভিভাবক মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু গত অক্টোবর মাসেও তিনি তার সম্মানির টাকায় পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের দুপুরে খাবারের ব্যবস্থা করেছিলেন।