মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে গৃহবধূ রিনা খাতুন ৩ সন্তান নিয়ে ন্যায় বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন। শ্বশুর-শাশুড়ির নির্যাতনে বাড়ি ছাড়া হয়ে থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সেজিয়া গ্রামের ওমর আলীর ছেলে আজগর আলী ঢাকায় গার্মেন্টেসে চাকরি করার সুবাদে গাজীপুর জেলার জয়দেবপুর থানার রথখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রিনা খাতুনের সাথে ১৫ বছর পূর্বে ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়।
রিনা জানায়, ৬মাস যাবৎ তার স্বামী তাদের ফেলে রেখে বাড়ি থেকে চলে গেছে। তাদের কোনো ভরণ-পোষণ দিচ্ছে না; এমনকি কোনো খোঁজখবরও নিচ্ছে না। সে লোকমুখে জানতে পেরেছে পরকীয়ার জের ধরে তার স্বামী কোনো এক নারীকে নিয়ে উধাও হয়ে গেছে। এদিকে ৩টি সন্তান নিয়ে রিনা দুর্বিসহ জীবনযাপন করছে। গত ১২ নভেম্বর শ্বশুর-শাশুড়ি অমানুষিক নির্যাতন করে ৩ সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেয়। ওইদিন নির্যাতিত গৃহবধূ মহেশপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।
মহেশপুর থানার দায়িত্বরত এসআই সজল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহেশপুরে ন্যায় বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন ৩ সন্তানের জননী রিনা খাতুন
