স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নবাগত সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল সোমবার বেলা ১২টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সুমন ইকবাল, সাবেক ছাত্রলীগ নেতা নকিবুল্লাহ, দফতর সম্পাদক তরিকুল ইসলাম জনি ও সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, বিদায়ী ইউনিট অফিসার শামীম রহমান ও নবাগত ইউনিট অফিসার গৌড় চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ সময় রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বলেন, আর্ত মানবতা সেবার জন্য রেডক্রিসেন্ট ইউনিট কাজ করে যাচ্ছে। একাজে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।