জীবননগরের শাহাপুর পুলিশের অভিযানে ফেনসিডিল উদ্ধার

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের শাহাপুর ফাঁড়ি পুলিশ চলমান মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর পশ্চিমপাড়ার ইয়াছিন আলী ব্যাপারী ভুট্টাখড়ির গাঁদায় তল্লাশি চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকব্যবসায়ী ইয়াসিন আলী পুলিশি উপস্থিতি টের পেয়ে সটকে পড়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা প্রস্তুত করে পুলিশ জীবননগর থানায় হস্তান্তর করেছে। পলাতক মাদকব্যবসায়ী ইয়াছিন আলীর বিরুদ্ধে জীবননগর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
পুলিশসূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিম ব্যাপারীর ছেলে মাদকব্যবসায়ী ইয়াছিন আলী ফেনসিডিল পাচার করার উদ্দেশে ভুট্টাখড়ির গাঁদার মধ্যে লুকিয়ে রেখেছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া এ তথ্য পেয়ে শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এমামুল হককে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন। এ নির্দেশ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্সসহ প্রায় ২ ঘণ্টা খড়ির গাঁদায় তল্লাশি অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জীবননগর থানার সেকেন্ড অফিসার এসআই নাহিরুল ইসলাম বাদী হয়ে পলাতক ইয়াছিন আলী ব্যাপারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করেন।