আলমডাঙ্গায় নবাব সিরাজউদ্দৌলার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় নবাব সিরাজউদ্দৌলার ২৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনানুষ্ঠানের আয়োজন করা হয়। সাম্প্রতিকী ডট কম’র আয়োজনে ও শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অডিটোরিমে অনুষ্ঠিত হয় এ আলোচনানুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাম্প্রতিকী ডট কম’র সম্পাদক রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আসিফ জাহান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাহিত্যিক আনোয়ার রশিদ সাগর, গল্পকার পিন্টু রহমান, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজা, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হক লুলু, জাহিদ হাসান পিকলু, আতিক বিশ্বাস।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিক বিশ্বাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সদু, সুজন ইভান, জুলকার নাইন, শিক্ষক রহিদুল ইসলাম, শেখ আশিকুজ্জামান স্বপন প্রমুখ।