দামুড়হুদায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবী, সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, হাজি আব্দুল কাবির, মুনছুর আলী মেম্বার, জাগরনীচক্র ফাউন্ডেশনের ম্যানেজার মিল্টন হোসেন ও ডা. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন শিক্ষক রাজু আহাম্মেদ, মনিরুল ইসলাম, রত্না হোসেন জুথি, শারমিন সুলতানা টুম্পা, নাজমা আক্তার, জায়েদা সুলতানা লিমা, দিতি খাতুন মৌসুমী খাতুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের পরিচালক মাসুম বিল্লাহ। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাজমা ইয়াছমিন পন্নী।
প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন বলেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তুলে ধরতে প্রতিটি শিশুকেই সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। কারণ একজন পূর্ণাঙ্গ মানুষ হতে হলে নৈতিক শিক্ষার বিকল্প নেই। যেহেতু একটি পরিবারে শিশুর প্রথম শিক্ষকই হচ্ছেন মা। তাই সন্তানের ভলো-মন্দ অনেকটাই নির্ভর করে মায়ের ওপর। তিনি সকল শিক্ষক ও অভিভাবককে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে দামুড়হুদার কৃতিসন্তান যাদুশিল্পী যাদু প্রদর্শন করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা রত্না হোসেন জুথি।