পিকেএসএফ ও ওয়েভের সম্মাননা পেলো নৃত্য শিল্পী সাফা

জীবননগর ব্যুরো: সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নৃত্যে বিশেষ অবদান রেখে চলায় নৃত্য শিল্পী সাংবাদিক কন্যা সাউদিয়া রহমান সাফা এবার সম্মানিত হয়েছে। তাকে পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন পিকেএসএফ ও ওয়েভ ফাউ-েশন যৌথভাবে সম্মাননা প্রদান করে। গতকাল বুধবার সাফার হাতে সম্মননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
জীবননগর শাপলাকলিপাড়ার সাংবাদিক কাজি সামসুর রহমান চঞ্চল ও গৃহিনী তানিয়া রহমান দম্পতির জৈষ্ঠ কন্যা সাউদিয়া রহমান সাফা জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতি প্রতিযোগিতা ও নৃত্যে অংশ নিয়ে একের পর এক কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এ অবস্থায় গতকাল সকালে জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়েভ ফাউন্ডেশন ও পিকেএসএফের যৌথ আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাউদিয়া রহমান সাফাকে ওয়েভ ফাউন্ডেশন ও পিকেএসএফ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক নৃত্য শিল্পী সাফার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। শিক্ষক সালাহ উদ্দীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পিকেএসএফ ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।